আর-২৯০ গ্যাসসমৃদ্ধ এ এসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি।
Published : 15 Sep 2024, 07:45 PM
পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশি এসির ব্র্যান্ড ওয়ালটন।
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম নতুন এসি উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, দেশে ওয়ালটনের সর্বপ্রথম আর-২৯০ গ্যাসসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করা পণ্যটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক সনদপ্রাপ্ত।
কোম্পানিটি ইকোজোন সিরিজের ১ টনের এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং দেড় টনের দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করেছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, বুয়েটের অধ্যাপক মো. আলী আহমাদ শওকত চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের পরিচালক মো. নুরুল আমিন, উপ পরিচালক মোবিন উল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু।
ওয়ালটন হাই-টেকের এমডি মাহবুবুল আলম বলেন, ”আমরা পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সবুজ প্রযুক্তিপণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছি। তাই ওয়ালটন হাই-টেক পার্কে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তুলেছি।”
তিনি বলেন, এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক বলেন, আর-২৯০ হচ্ছে এসিতে ব্যবহৃত সর্বশেষ পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট প্রযুক্তি।
“ওয়ালটন ইকোজোন সিরিজের এসি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশকে আর-২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত করলো, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
আরও বক্তব দেন ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, ওয়ালটন রেসিডেন্সিয়াল এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম।