জেলে, মাছ ব্যবসায়ী এবং গবেষকরা ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় পুনর্বিন্যাস করার আহ্বান জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।
Published : 19 Mar 2025, 12:45 PM
প্রজনন মওসুমে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ৬৫ দিন থেকে কমিয়ে ৫৮ দিন করেছে সরকার।
সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেখানে বলা হয়, মুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হল।
মাছের বংশবিস্তার এবং টেকসই আহরণ নিশ্চিত করতে এতদিন ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ রাখা হত।
তবে ভারতে প্রতিবছর মাছ ধরা বন্ধ থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন। আর মিয়ানমারে নিষেধাজ্ঞার এই সময় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন।
বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা এদেশের জলসীমায় ঢুকে মাছ ধরেন। এ কারণে মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছিলেন।
তাছাড়া ৬৫ দিন নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলে আসছিলেন জেলে, মাছ ব্যবসায়ী ও গবেষকরা।
তাদের দাবি মেনে এবার সেই নিয়ম প্রত্যাহারের কথা বলা হল নতুন প্রজ্ঞাপনে।
পুরনো খবর