শ্রমিকরা চুক্তির আওতায় চিকিৎসা, জীবনবীমা, দুর্ঘটনাজনিত সুবিধা এবং ২৪/৭ চিকিৎসকের সহায়তা পাবেন।
Published : 26 Sep 2024, 03:05 PM
কারখানার শ্রমিকদের জন্য জীবনবীমা চালু করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রসদ ওয়েল বিয়িং।
এ উদ্যোগ শ্রমিকদের জীবনযাত্রা উন্নতির সহায়ক হবে বলে আশা করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সিটি গ্রুপের কোম্পানি রসদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীবনবীমার এই পরিকল্পনার লক্ষ্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করা। শ্রমিকরা চুক্তির আওতায় চিকিৎসা, জীবনবীমা, দুর্ঘটনাজনিত সুবিধা এবং ২৪/৭ চিকিৎসকের সহায়তা পাবেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসদ অ্যান্ড ইক্যুয়াল ওয়েল বিয়িং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফয়সাল সিদ্দিকী, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও রিয়াদ হাসান, ডিজিটাল চ্যানেল ও এডিসি বিভাগের প্রধান ফসিহুল মোস্তফা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এসইভিপি ও প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মো. শাহরিয়ার মাহিদ।