প্রথমবার কিস্তি বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক।
Published : 18 Sep 2024, 10:24 PM
দেশের ৩২টি এনজিওর গ্রাহকরা তাদের ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের কিস্তি সহজে পরিশোধ করতে পারছেন মোবাইলে আর্থিক সেবাদান কোম্পানি বিকাশে। এতে ক্যাশব্যাক অফার পাচ্ছেন তারা।
বুধবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “প্রথমবার কিস্তি বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে একজন গ্রাহক একবারই অফার পাবেন।
ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন, শক্তি ফাউন্ডেশন, পদক্ষেপ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), সিদীপসহ দেশের ৩২টি এনজিওর গ্রাহকরা বিকাশে কিস্তি পরিশোধে পাচ্ছেন ডিজিটাল পাসবই আর রিসিট। এতে তাদের লেনদেনের হালনাগাদ তথ্য থাকছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিকাশের এ ডিজিটাল সমাধান এনজিওগুলোর ক্যাশ ম্যানেজমেন্টকে সহজ করেছে। সহজে কিস্তি ও সঞ্চয়ের টাকা সংগ্রহ, ২৪/৭ লেনদেনের রিপোর্টিং, ক্যাশ বহনের ঝুঁকি এড়ানো, কর্মঘণ্টা সাশ্রয় ও কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিক ক্ষুদ্রঋণ খাতে দক্ষতা ও গতিশীলতা এনেছে।”
গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকন চেপে অথবা *২৪৭# ডায়াল করে কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারছেন।
ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://tinyurl.com/4we7xb9p লিংকে।