আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও পাকিস্তানের পর ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে পরিবেশবান্ধব এ মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে কোম্পানিটি।
Published : 22 Sep 2024, 09:14 PM
দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাজারে এনেছে নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩।
আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও পাকিস্তানের পর ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে পরিবেশবান্ধব এ মোটরসাইকেল বাজারজাত শুরু করার তথ্য রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রিভো দাবি করেছে, বৈদ্যুতিক গাড়ি (ইভি), বিশেষ করে দুই চাকার যানবাহন প্রথাগত ইন্টারনাল কমবাশন ইঞ্জিনের (আইসিই) তুলনায় অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী বিকল্প। একটি মোটরসাইকেলের দুই বছরের জ্বালানির খরচের সমান দামে একটি ইলেকট্রিক বাইক কেনা যাবে। পাশাপাশি গণপরিবহনে দেড় বছর যাতায়াত খরচের অর্থ দিয়ে একটি ইলেকট্রিক যানবাহন কেনা সম্ভব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিভো এ০১ মোটরসাইকেলে রয়েছে ৬০ভি ২১ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর। ফলে ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত গতিতে চলবে মোটরসাইকেল। এতে একটি ১২-টিউব, ৩০এ ভেক্টরভিত্তিক কন্ট্রোলার, ফ্রন্ট ডিস্ক ব্রেক, রিয়ার ড্রাম ব্রেক, উভয় পাশে হাইড্রোলিক সাসপেনশন, রিমোট-কন্ট্রোল অ্যান্টি-থেফ্ট সিস্টেম রয়েছে।
ব্যাটলশিপ গ্রে, মেটালিক ব্ল্যাক এবং পার্ল রেড এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেল।
অন্যদিকে রিভো সি০৩ মোটরসাইকেলে রয়েছে ৭২ভি ৩৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের মোটর। এছাড়া আছে ১২-টিউব, ৩০এ ভেক্টর-ভিত্তিক কন্ট্রোলার (দ্বিতীয় সংস্করণ) এবং সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) সিস্টেম। আরও আছে ১২-ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার (১১০/৭০-১২) এবং ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক।
মেটালিক ব্ল্যাক এবং ব্যাটলশিপ গ্রে এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে মোটরসাইকেলটি।