গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আসাদুজ্জামান খান কামাল রয়েছেন লোকচক্ষুর আড়ালে।
Published : 14 Aug 2024, 05:40 PM
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এ নির্দেশ দিয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব স্থগিত থাকবে।
কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাদের বিএফআইইউর কাছে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আসাদুজ্জামান খান কামাল রয়েছেন লোকচক্ষুর আড়ালে।
এর মধ্যে গত কয়েকদিনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও স্ত্রী-সন্তান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবে ও তার স্ত্রী, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।