এ ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
Published : 18 Sep 2024, 05:48 PM
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম ‘ড্রিম হোম’ ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে পণ্য কিনলে একাধিক ফ্ল্যাট, গাড়ি ছাড়াও থাকছে রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলারসহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য ও গিফট ভাউচার জেতার সুযোগ রয়েছে।
বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
ভিশন এম্পোরিয়াম থেকে ৫,০০০ টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা। এ ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, “এই ক্যাম্পেইন ভিশন ইলেকট্রনিক্স তথা ভিশন এম্পোরিয়ামকে ক্রেতাদের কাছে আরো জনপ্রিয় করবে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক মানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়াম চালু করছি।”
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার কে এম শামসুজ্জামান নয়ন, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়ামের ২৯০টি শোরুম রয়েছে।