‘ড্রিম হোম’ ক্যাম্পেইনে গাড়ি ছাড়াও ফ্ল্যাট, ফ্রিজ, এসিসহ ক্রেতারা ৭৫০টি পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
Published : 12 Nov 2024, 06:37 PM
ইলেকট্রনিক্স রিটেইল চেইন ভিশন এম্পোরিয়ামের ব্লেন্ডার কিনে প্রথম গাড়ি জিতেছেন সিলেটের গালিব মাহমুদ।
ভিশনের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের আওতায় তিনি এ গাড়ি জিতেন বলে মঙ্গলবার প্রাণ-আরএফল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৪ নভেম্বর সিলেটের শাহী ঈদগাহ মিনি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
চাবি পেয়ে গালিব মাহমুদ বলেন, “অপ্রত্যাশিতভাবে গাড়ি পাওয়ার খবর পেয়ে আনন্দে কান্না চলে আসে আমার। প্রথমে খবরটি বিশ্বাস করিনি। পরে শোরুমে যোগাযোগ করে জানতে পারি আমি একটি গাড়ি উপহার পেয়েছি। বিষয়টি এখনো স্বপ্নের মতো লাগছে।”
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার কে এম শামসুজ্জামান নয়ন, হেড অব সেলস রাসেল আহমেদ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি উপস্থিত ছিলেন।
ভিশন এম্পোরিয়াম থেকে ৫ হাজার টাকার পণ্য কিনে ক্রেতারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। গাড়ি ছাড়াও ফ্ল্যাট, ফ্রিজ, এসিসহ ক্রেতারা ৭৫০টি পুরস্কার জেতার সুযোগ পাবেন।
গত ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রতি সপ্তাহে বিয়জীর নাম ঘোষণার পাশাপাশি পুরস্কার তুলে তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রথম ফ্ল্যাট জিতেছিলেন লালমনিরহাটের মাসিয়াত আরা মারিয়া।