হ্যান্ডসেটটিতে রয়েছে ৪৮ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট রম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ডিজিটাল ক্যামেরা।
Published : 30 Oct 2024, 06:28 PM
বাংলালিংক ও সিম্ফনি যৌথভাবে ২ হাজার ২৫০ টাকায় বাজারে একটি ফোরজি ফোন নিয়ে এসেছে।
বুধবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় সিম্ফনি ইভো-১০ ফোরজি ফোনে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) সমর্থন করবে।
বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেটসহ দেশের সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি হ্যান্ডসেটটি।
এতে থাকছে ৪৮ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট রম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ডিজিটাল ক্যামেরা।
ফোনটিতে ফেইসবুক, ইউটিউব ও টিকটকের মতো অ্যাপগুলোও ব্যবহার করা যাবে।
ক্যাম্পেইনটি চলাকালে ব্যবহারকারীরা বাংলালিংকের পক্ষ থেকে বিনামূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন।
প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১*৭০১#। পরবর্তী পাঁচ মাসে ১ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে, সেজন্য ডায়াল করতে হবে *১২১*৭০২#।
এ অফার বাংলালিংকের নতুন, পুরানো সব গ্রাহক উপভোগ করতে পারবেন।
‘আমার প্রথম ফোরজি ফোন’ ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, “যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
“যার ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোন ব্যবহার করবেন, এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এ ক্যাম্পেইন চালু করেছি।”
সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “এ ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সকল মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।”