ক্যাম্পেইনে প্রায় ২০০ জন কম্বাইন হারভেস্টার মালিক এবং হারভেস্টার চালক অংশ নেন।
Published : 25 Mar 2024, 06:37 PM
ঠাকুরগাঁও জেলায় গম কাটা উদ্বোধন উপলক্ষে এসিআই মটরসের হারভেস্টার ফ্রি সার্ভিস ক্যাম্পেইন শুরু হয়েছে।
হার্ভেস্টারগুলোর কার্যক্ষমতা নিশ্চিত এবং নির্বিঘ্নে গম কাটার জন্য এ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনে প্রায় ২০০ জন কম্বাইন হারভেস্টার মালিক এবং হারভেস্টার চালক অংশ নেন।
ঠাকুরগাঁও জেলার শীবগঞ্জ উপজেলার রামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গমের মৌসুমে হারভেস্টারদের সময়মতো সেবা এবং সুলভ মূল্যে হারভেস্টারের খুচরা যন্ত্রাংশ সরবরাহ করা হবে।
এ ছাড়াও হারভেস্টার মালিক ও চালকদের জন্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, হারভেস্টার ফ্রি সার্ভিস রেজিস্ট্রেশন, আকর্ষণীয় উপহার এবং ছয় শতাংশ ছাড়ে হারভেস্টার খুচরা যন্ত্রাংশ। অতিথিদের বিনোদনের জন্য ছিল খেলাধুলা এবং পুরস্কারের ব্যবস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি ও এসিআই মটরসের কর্মকর্তারা।