সবগুলো পেমেন্ট ক্যাম্পেইন চলবে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত।
Published : 30 Sep 2024, 07:20 PM
দুর্গাপূজায় কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ছাড় ও ক্যাশব্যাক অফার রেখেছে বিকাশ।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ, গ্রোসারি, প্রসাধনী পণ্য, বই, আসবাবপত্র, খাবার অর্ডার, অনলাইনে বাসের টিকেট কাটা, বিভিন্ন ধরনের সার্ভিস নেয়া, এমনকি সেলুন ও বিউটি পার্লারে সাজসজ্জাতেও বিকাশ পেমেন্টে গ্রাহকরা এই অফার পাবেন।
অফলাইন ও অনলাইন মার্চেন্টে কেনাকাটায় ক্যাশব্যাক; রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি অ্যান্ড সুইটসে ‘P5’ অথবা ‘P10’ কুপন ব্যবহারে ছাড়, ‘S10’ কুপন ব্যবহার করে সুপারস্টোরে ছাড় এবং নির্দিষ্ট মার্চেন্ট থেকে যেকোনো অনলাইন কেনাকাটায় এসএসএল কমার্জ-এর মাধ্যমে বিকাশ পেমেন্ট করে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন ভেদে বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে অথবা ২৪৭# ডায়াল করে সফলভাবে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
সবগুলো পেমেন্ট ক্যাম্পেইন চলবে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে -- httpswww.bkash.comcampaignsearchquery=%E0%A6%AA%E0%A7%82%E0%A6%9C%E0%A6%BE।