আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
Published : 27 Feb 2025, 11:02 PM
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে নতুন প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়ার তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
আগের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে; দায়িত্ব নেওয়ার ছয় মাস পর তাকে সরানো হল।
অনিয়মের নানা অভিযোগের মধ্যে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটিতে গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক। সেই অভিযানের দিন বদিউজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে।
এর ১৫ দিনের মধ্যে তাকে সরিয়ে নতুন প্রশাসককে দায়িত্ব দিল কেন্দ্রীয় ব্যাংক।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২১ অগাস্ট নগদের আগের পর্ষদ ভেঙে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামানকে প্রশাসক করা হয়। এর পরদিন নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানান।
তবে পরে ৪ সেপ্টেম্বর বদিউজ্জামান এক জিডিতে অভিযোগ করেন, তিনি হোয়াটসঅ্যাপে তানভীরের বার্তা পান। সেই বার্তার কারণে তিনি ‘হুমকিবোধ’ করছেন।
নগদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাও করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক সিইও তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে নগদ। পরে এই এমএফএস কোম্পানিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়।
শুরু থেকেই বলা হচ্ছে, এটি বাংলাদেশ ডাক বিভাগের সেবা। তবে ডাক বিভাগের সঙ্গে অংশীদারত্ব এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এমএফএস সেবা দেওয়া নিয়ে শুরু করে আপত্তি ও সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। কার্যক্রম শুরুর পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আপত্তি উঠতে থাকে। এ অবস্থায় নগদের কার্যক্রম পরিচালনার জন্য একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের নির্দেশনা দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুর বলেছিলেন, নগদে অনিয়ম ঘটেছে।
নগদ অতিরিক্ত ডিজিটাল মানি তৈরি করেছিল বলেও তিনি অভিযোগ করেছিলেন।