Published : 27 Dec 2017, 01:00 AM
শরীরের চেয়ে মনের ভিতরে অনেক গভীর যন্ত্রণা নিয়ে ক্ষুধার জ্বালায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার রাস্তায় বসে ভিক্ষা করছেন অসহায় ভিখারি। সৃষ্টিকর্তা যেন আমাকে শক্তি দেন, জীবনে কখনো কিছু হতে পারলে একদিন এই মানুষগুলোর পাশে দাঁড়াবো আমি। কে জানে! হয়ত উহারই বুকে ভগবান জাগিছেন দিবা-রাতি!
পৌষের দুপুরে ছবিটি বগুড়া সাতমাথা থেকে তোলা। আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন