সম্প্রতি দেশে কয়েকটি কোম্পানির বোতলজাত পানির দাম ৩৩ পর্যন্ত শতাংশ বেড়েছে।
Published : 14 Feb 2024, 11:06 AM
বোতলজাত পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার এই কর্মসূচিতে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, “আধা লিটার বোতলজাত পানির মূল্য কোনোভাবেই ১০ টাকার বেশি হওয়ার উচিত নয়। কিন্তু ব্যবসায়ীরা আজ সিন্ডিকেটের মাধ্যমে এই পানি ২০ টাকা করে বিক্রি করছে।”
সম্প্রতি দেশে কয়েকটি কোম্পানির বোতলজাত পানির দাম ৩৩ পর্যন্ত শতাংশ বেড়েছে। বোতলজাত ১৫ টাকার পানি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
সরকার বাজার নিয়ন্ত্রণে ‘ব্যর্থ হচ্ছে’ মন্তব্য করে ক্যাবের নেতা হুমায়ুন কবির বলেন, “ব্যর্থতার কারণে আজকে ডাবের বাজারে সিন্ডিকেট, ডিমের বাজারে সিন্ডিকেট, সর্বত্র সিন্ডিকেটের দখলে। পানির মূল্য সম্প্রতি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
“ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন, কাউকে কিছু জানানো হয়নি। কোম্পানিগুলো নিজের সুবিধা মত নিজের পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)