আইনশৃঙ্খলায় কোনো অবহেলা থাকলে তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে ইসি।
Published : 18 Jul 2023, 06:17 PM
ঢাকা-১৭ উপ নির্বাচনের শেষবেলায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার পেছনে ভোট ‘প্রশ্নবিদ্ধ’ করার চেষ্টা দেখছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেছেন, “এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা। সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
“ঘটনাটি জানার সাথে সাথে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ডিএমপি কমিশনারের সাথে ফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে।”
মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগের দিন ভোট শেষ হওয়ার আগে সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন হিরো আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন হামলাকারীদের কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না।’
এরপর তারা হিরো আলমকে ধাওয়া শুরু করেন। তখন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের দিকে নিয়া যান।
এ ঘটনায় মঙ্গলবার ইসির তরফে ডিএমপি কমিশনারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “ঢাকা-১৭ উপ নির্বাচনের শেষ পর্যায়ে কে, কারা, কী উদ্দেশ্যে প্রার্থীর উপর হামলা করেছে তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
“আইনশৃঙ্খলায় কারও অবহেলা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে ইসিকে পুলিশ কমিশনার জানাবেন।”
হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে দুইজনকে মঙ্গলবার তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ। আর বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফে। সোমবার যুক্তরাষ্ট্রে এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
“যে কোনো সহিংসতার ঘটনার পূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।”
ওই ঘটনার একটি খবর যুক্ত করে মঙ্গলবার এক টুইটে উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
তিনি লিখেছেন, “ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় উদ্বিগ্ন। সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।”
হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলম প্রসঙ্গ
এই সরকারের অধীনে আর ভোটে যাব না: হিরো আলম
ব্যালট পেপারে ‘সাকসেস’
দ্বাদশ সংসদ নির্বাচন ব্যালট পেপারে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর ঢাকা-১৭ উপনির্বাচন কাগজের ব্যালটে করে ইসি। তাতে সফলতা দেখছেন নির্বাচন কমিশনার আলমগীর।
তিনি বলেন, “ব্যালট পেপারে ভোটের কারণে সে ধরনের কোনো বিশৃঙ্খলা বা অঘটন ঘটেনি। সেদিক দিয়ে সাকসেস।”
ঢাকা-১৭ উপনির্বাচনকে ‘টেস্ট বা ট্রায়াল’ হিসেবে নিয়ে ব্যালট পেপারে ভোট নিতে গেলে কী কী সুবিধা হয়, কী কী প্রস্তুতি নিতে হবে, সেজন্যে ব্যালটে ভোট নিয়েছে।
এই উপনির্বাচনে ১১.৫১ শতাংশ ভোট পড়েছে।
উপনির্বাচনে ভোটের হার কম হওয়া নিয়ে আলমগীর বলেন, “আপনারা বিশ্লেষণ করবেন। এতে আমরা আরও ভালোভাবে জানতে পারব। ইসির কোনো ত্রুটি ছিল না। টার্ন আউট আরও বেশি হলে ভালো হত।”
“ছোট্ট ঘটনাটি ছাড়া আমরা সন্তুষ্ট,” হিরো আলমের উপর হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন এই নির্বাচন কমিশনার।