আঞ্চলিক নির্বাচনী অফিসে ব্যালট বাক্স পাঠানো শুরু। আগামী সপ্তাহ থেকে যাচ্ছে ব্যাগ ও গালা।
Published : 19 Oct 2023, 05:56 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০টি আঞ্চলিক অফিসে নির্বাচনী সামগ্রী পাঠানোর প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানো শুরু করতে যাচ্ছেন তারা।
প্রথম ধাপে ঢাকা অঞ্চলে ব্যালট বাক্স পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “সামনের সপ্তাহ থেকে অন্য মালামাল যাওয়া শুরু হবে।”
কমিশনের হিসাবে এবারের নির্বাচনে ৩ লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স লাগবে। কিন্তু কমিশনের হাতে বাক্স ছিল ২ লাখ ৬৭ হাজার, তাই নতুন কেনা হয়েছে ৮০ হাজার। এর মধ্যে প্রথম চালানে ৪০ হাজার বাক্স কমিশনের হাতে এসেছে।
ব্যালট বাক্স ছাড়া অন্য মালামালগুলোর গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআইয়ে পাঠানো হয়েছে জানিয়ে অশোক কুমার বলেন, “বিএসটিআইয়ের রিপোর্ট তৈরি হয়েছে শুনেছি। যদি আজকের মধ্যে আসে, তাহলে ঢাকা অঞ্চলে আমরা পাঠাব।”
নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, “বিশেষ কোনো পরিকল্পনা নেই। অন্যবারের মতো এবারও আমরা মালামাল পাঠানোর সময় পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্বটি দেব।
“আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব হল আইন-শৃঙ্খলা বাহিনীর। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেই সহায়তা চাইব। মালামালগুলো মাঠ পর্যায়ের পরিবহনের সময় তারা যথাযথ নিরাপত্তা দেবে। "
ইসির আঞ্চলিক নির্বাচন অফিস ১০ টি। এরমধ্যে ৮ টি প্রশাসনিক বিভাগ ও ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চল ।
ব্যালট বাক্সগুলো অঞ্চলে যাচ্ছে। অন্যান্য মালামাল সরাসরি জেলায় যাবে।
সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট হতে হবে। নির্বাচন কমিশন জানুয়ারির শুরুতে ভোটের পরিকল্পনা করে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কোন সরকারের অধীনে হবে, এ নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে যে বিরোধ, সেটির সমাধানের আশায় থাকার কথা জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।