ঘটনা ‘ভিন্নখাতে নেওয়ার চেষ্টায়’ পুলিশের পোশাক পরে বাসে আগুন দেওয়া হয়েছে বলে মনে করছেন ডিবি কর্মকর্তা হারুন।
Published : 29 Oct 2023, 01:27 AM
বিএনপির সমাবেশ ঘিরে শনিবার ঢাকা যখন রণক্ষেত্রে পরিণত হয়, তার পরপরই গোয়েন্দা পুলিশের জ্যাকেট পরা দুই ব্যক্তি বাসে আগুন দেয় বলে অভিযোগ করেছেন চালক।
শনিবার বিকাল ৫টার দিকে কাকরাইল এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয় বলে চালক মনির হোসেন জানান।
ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটি ডিবি পুলিশ ‘রিকুজিশন' করেছিল দাবি করে তিনি বলেন, “বাসটিতে করে ডিবি পুলিশ সদস্যরা কাকরাইলে এসে নেমে যায়। এরপরে দুইজন ডিবি পুলিশ লেখা জ্যাকেট পরে বাসের মধ্যে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।"
বাসের হেলপারের জামাতেও আগুন লেগে যায় জানিয়ে কাঁদতে থাকা মনির দাবি করেন, ঘটনার সময় আশপাশে পুলিশ সদস্যরা ছিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, তারা ঘটনাটি শুনেছেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
“যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে আগুন লাগিয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা সংঘর্ষের জের ধরে পুলিশ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে এই চক্রটি এই বাস পুড়িয়েছে।"
ঘটনা ‘ভিন্নখাতে নেওয়ার চেষ্টায়’ পুলিশের পোশাক পরে বাসে আগুন দেওয়া হয়েছে বলে মনে করছেন এই ডিবি কর্মকর্তা।