দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন

কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ায় এই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2022, 09:42 AM
Updated : 22 Sept 2022, 09:42 AM

প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষার রুটিনে আরেক দফা পরিবর্তন এসেছে।

সংশোধিত রুটিন অনুযায়ী, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি শিক্ষা, ১৩ অক্টোবর রসায়ন এবং ১৫ অক্টোবর পদার্থ বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর বোর্ড ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।

এর দুই ঘণ্টা পর পদার্থ বিজ্ঞান পরীক্ষার তারিখ পরিবর্তন করে ওয়েবসাইটে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

তবে পরীক্ষার সময় আগের মতই ১১ থেকে ১টা পর্যন্ত থাকছে।

চার বিষয়ের পরীক্ষার রুটিনে পরিবর্তন আসায় দিনাজপুর বোর্ডের এসএসসির ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হবে।

 কুড়িগ্রামের ভূরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে বুধবার চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এর মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষি শিক্ষা ও ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Also Read: প্রশ্ন নিয়ে ‘জটিলতা’: দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত

Also Read: এসএসসি: পরীক্ষা স্থগিত প্রশ্ন ফাঁসের কারণে, গ্রেপ্তার ৩

Also Read: এসএসএসি: দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শুরু

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন।

এরপর রাতে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ।

চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরঙ্গমারী থানায়।

প্রশ্ন ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে দিনাজপুর বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার তারা কাজ শুরু করেছেন বলে চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানিয়েছেন।