Published : 21 Apr 2023, 07:23 PM
শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংবাদ সম্মেলনে এসে সবার খুশির ঘোষণা দেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, "আমি দেশবাসীকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে করোনাভাইরাসসহ অন্যান্য মহামারী ও প্রাকৃতিক দূর্যোগ থেকে হেফাজত করুন।"
শাওয়ালের চাঁদ দেখা দেওয়ায় এবার ১৪৪৪ হিজরি সালের রমজান মাস শেষ হল ২৯ দিনে।
মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশে শুক্রবার ঈদ উদযাপিত হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।
হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। এবার তার সঙ্গে নির্বাহী আদেশে একদিন বিশেষ ছুটি দিয়েছে সরকার। তার সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেয়েছে বাংলাদেশের মানুষ।
প্রতিবারের মতো এবারও অনেকে সরকারি ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে। আগের মত দুর্ভোগ না হওয়ায় এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির।