Published : 06 May 2025, 03:10 PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের অপসারণ দাবিতে সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তালা ঝুলিয়ে দিয়ে প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ করেন তারা। এ ছাড়া বুধবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগ না করলে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে প্রশাসনিক সব দপ্তরে তালা দেওয়া হয়েছে। এ ছাড়া বিক্ষোভ কর্মসূচি শেষে উপাচার্যের বাসভবনের সামনে মৃত প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে রাখা হয়েছে। তবে একাডেমিক ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নেবে। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনিক দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীদের থাকতে হবে। সেখানে তারা শিক্ষার্থীদের জরুরি সেবা দেবেন। বেলা ১২টরার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি। জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থীদের অন্যতম শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে যায়। সেই ঘটনায় প্রশাসন কোনো মামলা করেনি। উপরন্তু যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা করেছেন উপাচার্য। তিনি ‘ফ্যাসিস্টের দোসরদের’ পুনর্বাসন করছেন। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষার্থীদের দাবির কথা আমলে নিচ্ছেন না।
শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তার আবেদন করেও তা পায়নি। মাসের মাস সময় আবেদনের কপি দপ্তরে পড়ে থাকলে স্বাক্ষর করেননি উপাচার্য। অবশেষে সহায়তা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে জিমির। এমন অমানবিক উপাচার্য আমরা চাই না।”
আশিক আহমেদ বলেন, “উপাচার্য দায়িত্ব পালনের অধিকার হারিয়েছেন। তাই তিনি দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন। তা না করলে কঠোর কর্মসূচি দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে।”
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনকে মোবাইলে কল করা হলে তিনি তা ধরেননি।
আরও পড়ুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দপ্তরে তালা: শিক্ষার্থীদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রীকে পুলিশে