আটক ছাত্রলীগ নেত্রী খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন।
Published : 16 Apr 2025, 01:17 PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশে দেওয়া হয় বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।
আটক টিকলী শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ভোলারোডে একটি দোকানে টিকলী শরীফসহ তিনজনকে অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে রাত ৯টার দিকে প্রক্টর তাকে পুলিশের হাতে তুলে দেন। তবে টিকলী শরিফের সঙ্গে থাকা বাকি দুইজনের বিরুদ্ধে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা না পাওয়া তাদের ছেড়ে দেওয়া হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম বলেন, “সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ফোন করে জানান টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করছেন। খবর পেয়ে সেখানে গিয়ে তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।”
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই-অগাস্টে আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন।
“বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছেন। ক্যাম্পাসের সামনে গোপনে সভা করা অবস্থায় তাকে আটক করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, “কিছু শিক্ষার্থী বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে তাদের হস্তান্তর করি। পরবর্তীতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।”
ওসি রফিকুল ইসলাম বলেন, তাদের কাছে হস্তান্তর করা তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদেরকে নিজেদের জিম্মায় নিয়ে গেছেন হস্তান্তর করা শিক্ষার্থীরা। তবে টিকলীর বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।