দুজনই ছুরিকাঘাতে খুন হয়েছেন। তবে তাদের খুনের কারণ জানা যায়নি।
Published : 11 May 2023, 01:25 AM
কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকার দনিয়া এবং চানখারপুল এলাকায় ছুরির আঘাতে খুন হয়েছেন দুই কিশোর।
যাত্রাবাড়ী থানা এলাকার ধনিয়া কলেজের সামনে থেকে এবং চানখানপুর থেকে ওই দুই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল বুধবার।
তবে দুজনের একজনকেও বাঁচানো যায়নি। দুজনের লাশ মর্গে রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
যাত্রাবাড়ীতে নিহতের নাম মুশফিক তাজুন (১৭) এবং চানখারপুলে নিহতের নাম পলিন (১৮)।
এসএসসি পরীক্ষার্থী তাজুনকে সন্ধ্যা ৬টার দিকে ধনিয়া কলেজের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন। রাত পৌনে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।
বাচ্চু মিয়া বলেন, তাজুনের বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।
তাজুনের সঙ্গে সায়েম নামে এক কিশোরকেও আহত অবস্থায় আনা হয় ঢাকা মেডিকেলে। তার গায়ে ক্রিকেট খেলার স্টাম্পের জখম রয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তাজুল চলমান এসএসসির পরীক্ষার্থী ছিলেন। তবে কোন স্কুলের শিক্ষার্থী, তা জানা যায়নি।
স্বজনদের উদ্ধৃত করে বাচ্চু মিয়া বলেন, প্রতিপক্ষের ১৫/১৬ জন তাজুন ও সায়েমের উপরে হামলা চালিয়েছিল।
তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, পুলিশ তা জানাতে পারেনি।
ঢাকা মেডিকেলের পাশেই চানখারপুল। সেখান থেকে থেকে রাত সোয়া ১১টার দিকে পলিনকে ছুরিকাহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিমতলীর বাসিন্দা পলিন বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, আব্দুল্লাহ নামে এক যুবক পলিনকে ছুরিকাঘাত করেন। তবে কী কারণে, তা জান যায়নি।