এখন আর তার জ্বর নেই, কোনো ইফেকশন হয়নি- জানিয়েছেন চিকিৎসক।
Published : 24 Sep 2022, 10:16 PM
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
শনিবার দুপুরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার অবস্থার বেশ উন্নতি হলেও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।
“আগের চেয়ে বেশ ভালো। এখন আর তার জ্বর নেই, কোনো ইফেকশন হয়নি। এর পরেও তাকে অজারভেশনে রাখা হয়েছে।”
নতুন করে কোনো সমস্যা হওয়ার আশাঙ্কা কম থাকায় সকালে ড্রেসিং করে দুপুরে রনিকে কেবিনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রনির ব্যক্তিগত কর্মকর্তা সাদিক আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন; কোনো সমস্যা হচ্ছে না।”
রনিকে কেবিনে পাঠানো হলেও সেখানে যাতে কেউ না যান, সে ব্যাপারে চিকিৎসক সতর্ক থাকতে বলেছেন বলে জানান তিনি।
গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।
এদের মধ্যে রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।