বিমানের মেঘদূত থেকে ১২ কেজি সোনা উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে আসা ওই ফ্লাইটের দুই সিটের নিচে থেকে এগুলো উদ্ধার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2022, 06:16 PM
Updated : 12 Dec 2022, 06:16 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ মেঘদূত থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা এ ফ্লাইটে তল্লাশি চালিয়ে দুটো আসনের নিচে বিশেষভাবে রাখা ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সানজিদা খানম এসব তথ্য জানিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি ৫৮৫ সিঙ্গাপুর থেকে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে ২এ এবং ২এফ নম্বর আসনের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ছয়টি বান্ডেল পাওয়া যায়।

তিনি জানান, প্রতি বান্ডেলে এক কেজি ওজনের দুটি করে স্বর্ণের বার ছিল। সেগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।

পরে মেপে দেখা যায় এখানে ১২ কেজি সোনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা।

গত কয়েক মাস ধরে বিমানবন্দর ও যশোরের শার্শাসহ দেশের কয়েকটি সীমান্ত এলাকায় সোনার বড় চালান ধরা পড়ার খবর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরমধ্যে গত ২৬ নভেম্বর ঢাকা থেকে দর্শনাগামী শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বাসে অভিযান চালিয়ে ৬৩৭ ভরি সোনার বারসহ ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয় কাস্টমস গোয়েন্দা; যাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন।
আরও পড়ুন

Also Read: বিমানে সোনা মেলে, যারা রাখে তারা ধরা পড়ে না

Also Read: ৬৩৭ ভরি সোনা নিয়ে ধরা পড়ল ১২ জন