এই ক্রিকেটারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেছেন তার স্ত্রী।
Published : 17 Oct 2022, 12:38 AM
ক্রিকেটার আল আমিন হোসেন তার বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহানের করা পারিবারিক সহিংসতা আইনের মামলাটি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের জন্য আবেদন করেছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর কাছে এ আবেদন জমা দেওয়া হলে এ বিষয়ে শুনানির জন্য তিনি আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দেন।
এ সময় ইসরাত ও আল আমিন দুজনই আদালতে হাজির ছিলেন।
আগের আদালতের দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে সেখানে ন্যায় বিচার পাবেন না শঙ্কা করে এই আবেদন করেন আল আমিন।
তার আইনজীবী আব্দুর রহমান সুমনের করা ওই আবেদনে বলা হয়, ঢাকা ও খুলনা বিভাগের মধ্যে চার দিনের খেলা গত ১০ অক্টোবর শুরু হয়। খুলনা বিভাগের হয়ে পেস বোলার হিসেবে রয়েছেন আল আমিন। এ কারণে গত ১২ অক্টোবর তিনি আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময় আবেদন করা হয়েছিল।
অতিরিক্ত হাকিম সময় আবেদন নামঞ্জুর করে বাদীপক্ষকে আপত্তি শুনানি করার আদেশ দিয়েছিলেন, আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।
পরে সেদিন মুখ্য মহানগর হাকিমের আদালতে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানো হলেও আল-আমিনের ধারণা, ওই আদালতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
এর আগে গত ৬ অক্টোবর আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আল আমিন দাবি করেন, ইসরাত জাহান মামলা করার আগেই তিনি তাকে তালাকের নোটিস পাঠিয়েছিলেন।
সেখানে এই ক্রিকেটার তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগ করেন। তবে ইসরাত জাহান দাবি করেন, তালাকের কোনো নোটিস তিনি পাননি।
২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে আমিন স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন না এবং ভরণপোষণও দেন না বলে গত ৭ সেপ্টেম্বর করা মামলাটিতে অভিযোগ করেন তার স্ত্রী।
আর্জিতে ইসরাত জাহান তার দুই সন্তানকে যেন আমিন বাসা থেকে ‘বের করে দিতে’ না পারেন- সেই আদেশ এবং মাসিক ভরণ পোষণ ও সন্তানদের লেখাপড়াসহ আনুসঙ্গিক খরচ দাবি করেন।
এর আগে ১ সেপ্টেম্বর এই ক্রিকেটারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেছিলেন ইসরাত। পরদিন আদালতের নির্দেশে থানা ওই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেছিলেন, তার স্ত্রীর সঙ্গে ‘মনোমালিন্য’ হয়েছে। যৌতুক ও নির্যাতনের মামলায় গত ৬ সেপ্টেম্বর তিনি হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।
আরও পড়ুন:
গরহাজির আল আমিনের বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা, পরে জামিন
পারিবারিক সহিংসতার মামলাতেও জামিন আল আমিনের
ভরণপোষণ চেয়ে স্ত্রীর আরেক মামলা, আল আমিনকে আদালতে তলব
স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের আগাম জামিন
আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ: ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন