আগামী ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
Published : 02 Sep 2022, 09:08 PM
নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে স্ত্রীর করা মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার মামলার এজাহার আদালতে গেলে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তা গ্রহণ করেন।
এর আগে মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করা হয়। আগের দিন তিনি থানায় অভিযোগ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এএসআইই শেখ রাকিবুল ইসলাম জানান, আগামী ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন মিরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা। বিচারক তাকে এ নির্দেশ দিয়েছেন।
স্ত্রী ইশরাতের অভিযোগ, অনেক দিন ধরেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন আল আমিন। সবশেষ গত ২৫ অগাস্ট রাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মেরে রক্তাক্ত করা হয়।
লিখিত অভিযোগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিনের স্ত্রী বলেন, আগেও নির্যাতনের অভিযোগে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেছিলেন, তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে।
আরও পড়ুন