হাই কোর্টের রায়ে বিএনপির এই নেতার ৯ বছরের সাজা হয়েছে।
Published : 26 Jul 2023, 08:27 PM
দুর্নীতির একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নয় বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাই কোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, রায় বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে এই বিএনপি নেতাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ রায় প্রকাশ করে। জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম তালুকদার রায়ের মূল অংশ পড়ে শোনান।
গত ৩০ মে হাই কোর্টের এই বেঞ্চ এ রায় ঘোষণা করে, যাতে টুকুকে বিচারিক আদালতের দেওয়া নয় বছরের সাজা বহাল রাখা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হল।
রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। টুকুর পক্ষে ছিলেন সাইফুল্লাহ মামুন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা হয়।
দুদকের তৎকালীন উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরীর করা এই মামলায় টুকুর বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির তথ্য ও আয়ের উৎস গোপন করার অভিযোগে আনা হয়।
দুদকের তৎকালীন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত টুকুকে নয় বছর কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে টুকুর আপিলে হাই কোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেয়।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে হাই কোর্টে পুনঃশুনানির আদেশ দেয় আপিল বিভাগ। হাই কোর্ট পুনঃশুনানির পর সাজার রায় আসে।