তারাসহ ২০ জন খালাস পেলেও বিএনপির এক কর্মীর ২ বছর কারাদণ্ড হয়েছে।
Published : 17 Aug 2023, 08:44 PM
এক দশক আগে ঢাকায় গাড়ি ভাংচুর ও অটোরিকশায় অগ্নিসংযোগের এক মামলায় খালাস পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের দেওয়া রায়ে জুয়েল ও হাবিবের পাশাপাশি বিএনপির আরও ১৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বিচারক, বলেছেন আদালতের পেশকার আতিকুর রহমান।
তবে রায়ে আবুল কালাম আজাদ নামে বিএনপির এক কর্মীর সাজা হয়েছে বলে জানান তিনি।
পেশকার আতিকুর বলেন, দণ্ডবিধির দুই ধারায় আজাদের চার বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে তাকে দুই বছর কারাভোগ করতে হবে।
এই মামলাটি ২০১৩ সালের, দশম সংসদ নির্বাচনের আগে যখন বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে ছিল।
ওই বছরের ১২ মার্চ বিএনপির হরতালের মধ্যে রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাংচুর ও অটোরিকশায় আগুন ধরানো হয়।
সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় অভিযোগ করা হয়েছিল, জুয়েল ও হাবিবের নেতৃত্বে ৪০/৫০ জন দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। তাদের ছোড়া ইট ও বোমায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।
রমনা থানার এসআই হানিফের করা সেই মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৮ জুন ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিচারে ১২ জনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আদালত রায় দিল, যাতে সাজা হল একজনের।