দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ্ মারা গেছেন

বর্ষীয়ান এ সাংবাদিক ৬১ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 07:56 PM
Updated : 5 Feb 2023, 07:56 PM

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন দৈনিক জনতার প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান।

মৃত্যুকালে আহসান উল্লাহর বয়স হয়েছিল ৮১ বছর।

৬১ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা আহসান উল্লাহ দীর্ঘ সময় ধরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনতার।

সোমবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাবিবুর।

বর্ষীয়ান সাংবাদিক আহসান উল্লাহ দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুদ্দীন হোসেনের ভাগ্নে। ১৯৬২ সালে তিনি ইত্তেফাকে কাজ শুরু করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা ইত্তেফাক অফিস পুড়িয়ে দিলে আহসান উল্লাহ দূর থেকে দাঁড়িয়ে পোড়া অফিস দেখেছেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি যোগ দেন বাংলার বাণীতে। এরপর ১৯৭৫ সালে ভারত বিচিত্রা পত্রিকার সম্পাদক হন। সম্পাদক থাকার সময়ই ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। ১৯৮০-৮১ সালে তিনি ওই বিভাগ থেকে এমএ পাস করেন।

এরপর ১৯৮৫ সালে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের দৈনিক জনতা পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালে দৈনিক জনতা বন্ধ হয়ে গেলে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ শুরু করেন।

এরপর ২০০৪ সালে আবার দৈনিক জনতায় ফিরে আসেন বার্তা সম্পাদক হিসেবে। কিছুদিন পর তিনি সম্পাদক হন। আমৃত্যু তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন।

আহসান উল্লাহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।