সাত বছর আগে সাড়ে চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রায় দিয়েছিল হাই কোর্ট।
Published : 14 Nov 2023, 12:27 PM
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানির জন্য ৯ জানুয়ারি নতুন তারিখ রাখা হয়েছে।
তারেক মাসুদের পরিবারের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করে।
তারেক মাসুদের পরিবারের পক্ষে সময়ের আবেদন জানান অ্যাডভোকেট রমজান আলী শিকদার। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে অ্যাডভোকেট এহসান এ সিদ্দিক এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
রমজান আলী শিকদার বলেন, তারেক মাসুদের পরিবারের পক্ষে আগে আইনজীবী সারা হোসেন শুনানি করেছেন। তিনি দেশের বাইরে আছেন। ডিম্বেরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে। সে কারণে শুনানি পেছানো দরকার।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসআরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
আহত হন ওই মাইক্রোবাসে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলাম।
ওই ঘটনা পুরো দেশকে নাড়া দিয়ে যায়। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জের আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ওই বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সেখানে ক্ষতিপূরণের বিষয়টি আসেনি।
দুর্ঘটনার দেড় বছর পর ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তারেক ও মিশুকের পরিবারের পক্ষ থেকে মোটরযান অর্ডিনেন্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের দুটি মামলা করা হয় মানিকগঞ্জ আদালতে। পরে বাদীপক্ষের আবেদনে মামলা দুটি হাই কোর্টে স্থানান্তর করা হয়।
২০১৭ সালের ৩ ডিসেম্বর তারেক মাসুদের পরিবারকে চার কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেয় হাই কোর্ট। রায়ের পর বাস মালিক ও রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক আপিল করে।
আপিল দুটি একসঙ্গে শুনানির জন্য ওঠে; গত ১১ অক্টোবর শুনানি শুরু হয়। এরপর আংশিক শ্রুত হিসেবে আপিল দুটি একসঙ্গে শুনানির জন্য কার্যতালিকায় আসে।
পুরনো খবর
তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু