ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
Published : 11 Apr 2023, 11:58 AM
ঢাকার চকবাজারে একটি সাত তলা ভবনে সিরামিক গুদাম আগুনে পুড়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে বিসমিল্লাহ টাওয়ারের পাশে ওই ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।
তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য তিনি দিতে পারেননি।
বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী আবু সাইদ বলেন, তাদের ভবনের পাশে বংশী রোডে ওই সিরামিকের গুদামে আগুন লাগার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে আগুন ছড়াতে পারেনি।
চকবাজার থানার ওসি আব্দুল কাইউম বলেন, আগুনে হতাহতের কোনো খবর তারা পাননি।