রোববার থেকে হাই কোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
Published : 06 Jul 2023, 06:02 PM
অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চ পুনর্গঠনের এই নোটিস প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ৯ জুলাই রবিবার থেকে হাই কোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হয়েছে।
৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে নোটিসে।
গত ২২ জুন থেকে ৬ জুলাই সু্প্রিম কোর্টের অবকাশ চলে। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দেন।
পুনর্গঠিত বেঞ্চ তালিকা