মতিঝিল থানার এসআই মো. সোহাগ চৌধুরী বলেন, নাজমুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অসুস্থজনিত বা স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।
Published : 13 Jan 2024, 05:57 PM
রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমুল হক।
পুলিশ বলছে তিনি পোশাক শিল্প খাতে 'এক্সেসরিজ' ব্যবসায় জড়িত।
শনিবার দুপুরে 'তাজমহল' নামে হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হোটেলটির তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নাজমুল হক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গত রাতেও তিনি ভালো ছিলেন। সকালে কোনো সাড়া না পেয়ে এবং ভেতর থেকে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ আসার পর বিকল্প চাবি দিয়ে দরজা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই মো. সোহাগ চৌধুরী বলেন, নাজমুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অসুস্থজনিত বা স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নাজমুল ঋণগ্রস্ত ছিলেন বলে তার ছেলে পুলিশকে জানিয়েছেন।