দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় পলাতক এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2022, 12:53 PM
Updated : 22 Sept 2022, 12:53 PM

দুই বছর আগে রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে দলবেধে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সোহেল বেপারী, আক্তার আলী ওরফে আক্তার ও রানা বেপারী; নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তাদের সারা দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত; ওই অর্থ না দিলে আরও ছয় মাস সাজা খাটতে হবে তাদের।

এ মামলার পলাতক আসামি মো. সজলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।

রায়ের বিবরণী থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই দুই কিশোরী রাজধানীর কদমতলীর নোয়াখালীপট্টিতে পরিবারের সঙ্গে থাকত। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে তাদের ঘরে ঢোকে। এ সময় এক কিশোরীর ভাতিজা ও তার বন্ধু ঘরে ছিলেন। পরে তাদের গলায় ব্লেড ধরে অন্য এক কক্ষে আটকে দুই কিশোরীকে ধর্ষণ করে আসামিরা।

পরদিন এক ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে কদমতলী থানার পুলিশ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এক বছরে অভিযোগপত্রের ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার রায় দিল আদালত।