ইউনূসসহ আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করে খালাসের আর্জি জানান তাদের আইনজীবী।
Published : 24 Dec 2023, 08:09 PM
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
রোববার বিজয়নগরের টাপা কমপ্লক্সে ঢাকার তৃতীয় শ্রম আদালতের নতুন এজলাসে ইউনূসসহ আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করে খালাসের আর্জি জানান তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এদিন বেলা সাড়ে ১১টায় ব্যারিস্টার মামুন শুনানি শুরুর সময় বিচারক শেখ মেরিনা সুলতানা দুই পক্ষের আইনজীবীদের জানিয়ে দেন, রোববারই যুক্তি-তর্ক শেষ করতে হবে। সন্ধ্যায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষে খুরশীদ আলম খান যুক্তি খণ্ডন শুরু করেন।
যুক্তিতর্ক শুনানির জন্য সকালেই আদালতে হাজির হন ইউনূস। মামলার অপর তিন আসামি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানও আদালতে উপস্থিত ছিলেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা চলতি বছরের ৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
পুরনো খবর:
ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় যুক্তিতর্ক শুরু
কিছু ভুল হতে পারে, আমরা তো ফেরেশতা নই: ইউনূস
মামলাটি মিথ্যা, শঙ্কিত নই: ইউনূস