নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান নতুন কমিটির সভাপতি ও চ্যানেল২৪ এর মুকিমুল আহসান হিমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আরএফইডি সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
তানিয়া রহমান (৭১ টিভি) নতুন কমিটির সহসভাপতি এবং কাজী ফরিদ (বৈশাখী টিভি) যুগ্মসম্পাদকের পদ পেয়েছেন। এছাড়া মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ) অর্থ সম্পাদক, বেলায়েত হোসাইন (এখন টিভি) সাংগঠনিক সম্পাদক, সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন) দপ্তর সম্পাদক, খাইরুল ইসলাম বাশার (নিউজবাংলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন- গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), মাহমুদুল হাসান পারভেজ (ইন্ডিপেনডেন্ট টিভি), মোসা. কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ), সৈকত সাদিক (বাংলাভিশন) ও হামিদ সরকার (নয়াদিগন্ত)।