অভিনেত্রী শিমু হত্যা: স্বামীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আদালত জানিয়েছে পরবর্তীতে বিচারের জন্য তা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2022, 12:31 PM
Updated : 18 Sept 2022, 12:31 PM

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

রোববার শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার (নোবেল) বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য হাকিম রাজিব হাসান অভিযোগপত্র গ্রহণ করেন।

তদন্তকারী কর্মকর্তা কেরাণীগঞ্জ থানার পরিদর্শক শহিদুল ইসলাম গত ২৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল বলেন, মামলার অভিযোগপত্র গ্রহণের পর আদালত জানিয়েছে পরবর্তীতে বিচারের জন্য তা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে।

গত ১৭ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাতেই আঙুলের চাপ শনাক্ত করে শিমুর নাম-পরিচয় জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয়ে শিমুর ভাই হারুনুর রশীদ ১৮ জানুয়ারি নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়।

পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয়।

রিমান্ড শেষে ২০ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন 

Also Read: শিমু হত্যার পেছনে দাম্পত্য কলহ, স্বামীই ঘাতক: পুলিশ

Also Read: অভিনেত্রী শিমু হত্যা: তদন্ত প্রতিবেদন দিতে সময় পেল পুলিশ

Also Read: শিমু হত্যায় ‘দাম্পত্য কলহের’ কথাই এসেছে জবানবন্দিতে