পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ও জরুনসহ আশপাশের এলাকার বুধবারও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 08:52 AM
Updated : 8 Nov 2023, 08:52 AM

ঢাকা ও আশেপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে ৪৮ প্লাটুন বিজিবি নেমেছে মাঠে।

বিএনপি তৃতীয় দফা অবরোধের মধ্যে শ্রমিক অসন্তোষ এবং টানা বিক্ষোভ-আন্দলোন ঘিরে অস্থিরতার মধ্যে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতেও বিজিবি মোতায়েন রয়েছে গত দুই সপ্তাহ ধরে।

বেতন বাড়ানোর দাবিতে গত কিছুদিন ধরে ঢাকা ও গাজীপুরে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন শ্রমিকরা। এর মধ্যেই মঙ্গলবার সরকারের তরফ থেকে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে মজুরি বোর্ড।

তবে তা প্রত্যাখান করে সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়েছে আন্দোলনরত শ্রমিকদের একটি জোট। একই দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা বুধবারও বিক্ষোভে নেমেছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুরনো খবর:

Also Read: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে নারী শ্রমিক নিহত

Also Read: ৫৬.২৫% বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ

Also Read: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে নারী শ্রমিক নিহত

Also Read: সর্বনিম্ন মজুরি প্রত্যাখ্যান শ্রমিকদের একটি জোটের

Also Read: ৫৬.২৫% বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ