আসামিদের দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
Published : 06 Nov 2022, 11:36 PM
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ১১ জন কর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাকসুদুর রহমান সুমিত, সাখাওয়াত হোসাইন খান, মো. রবিন খান, মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নিরব, শামিম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দিন মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিচারপতি মানিকের উপর হামলা: গ্রেপ্তার ১১ বিএনপিকর্মী রিমান্ডে
গাড়িতে হামলার বিষয়ে যা বললেন বিচারপতি মানিক
নয়া পল্টনের কাছে বিচারপতি মানিকের গাড়িতে হামলা
গত ৩ নভেম্বর আসামিদের দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
গত ২ নভেম্বর নয়া পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। এ ঘটনায় তার দেহরক্ষী রফিকুল ইসলাম পল্টন থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।