যানবাহন ও গাড়িতে আগুন দেওয়া ছাড়াও অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে এই এক মাস দশ দিনের মধ্যে।
Published : 08 Dec 2023, 12:09 PM
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে; এর মধ্যে সবচেয়ে বেশি ১৬২টি বাস পুড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এই পরিসংখ্যান উঠে এসেছে।
শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে গত এক মাস দশ দিনের মধ্যে।”
শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কভার্ডভ্যান আছে। এছাড়া ৮টি মোটর সাইকেল এবং ট্রেনসহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি।
সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস' নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এসব আন্দোলন কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে অগ্নি নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।
আরো পড়ুনঃ