মধ্যরাত থেকেই পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত তা বহাল থাকবে বলে ঢাকা মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Published : 18 Dec 2023, 11:50 PM
খ্রিষ্টীয় বর্ষবরণে ‘থার্টি ফার্স্ট নাইটের’ আয়োজনকে সামনে রেখে ঢাকায় সব ধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
খ্রিষ্টীয় নতুন বছর শুরুর দুই সপ্তাহ আগে এমন নির্দেশনা এল ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছ থেকে।
বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২২ সালে থার্টি ফার্স্টের রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীজুড়ে পটকা ফোটানো ও আতশ পোড়ানো হয়। বিভিন্ন স্থানে ফানুস ওড়ানোর সময় আগুন লাগার খবর আসে। ফানুসের আগুনে নতুন বছরের তিন দিন আগেই চালু মেট্রোরেলের তারও ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল বেলায় মেট্রো চালু হতে দুই ঘণ্টা বিলম্ব হয়।
সোমবার এ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামি ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করবেন। ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এ সকল ধর্মীয় ও আনন্দ উৎসব উদযাপনের সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডের লিপ্ত হয়।
“এর পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপি অ্যাক্টের ২৮ ও ২৯ ধারা বলে নিজের উপর অর্পিত ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর রাত ১২টা হতে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।”
থার্টি ফার্স্ট নাইটে পটকা, ফানুস নয়: আইজিপি