উদযাপনের এ আনন্দের মাঝেই ফানুস থেকে লাগা আগুনে আতঙ্ক ছড়ায়; তবে বড় ধরনের অঘটনের খবর নেই ফায়ার সার্ভিসের কাছে।
Published : 01 Jan 2023, 01:31 AM
নতুন বছর উদযাপনে ওড়ানো ফানুস থেকে এবারও ঢাকায় বেশ কিছু এলাকায় আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস; এর মধ্যে কয়েকটি স্থানে ওই আগুনে তার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছে।
রোববার প্রথম প্রহরে বিধিনিষেধ এড়িয়েই রাজধানীর একের পর এক এলাকায় বাসাবাড়ির ছাদ, অলি গলি ও পাড়া মহল্লা থেকে ওড়ানো হয় নানা আকারের ফানুস। এরসঙ্গে আতশবাজি পোড়ানো ও পটকার শব্দে নতুন বছরকে স্বাগত জানান নগরবাসী।
উদযাপনের এ আনন্দের মাঝেই ফানুস থেকে লাগা আগুনে আতঙ্ক ছড়ায়; তবে বড় ধরনের অঘটনের খবর নেই ফায়ার সার্ভিসের কাছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান তাদের কাছে নবাবপুর রোডের কাপ্তানবাজার, লালবাগ ও সদরঘাট হকার্স মার্কেটে ফানুস পড়ে আগুনের খবর এসেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
এরমধ্যে সদরঘাট হকার্স মার্কেটে ফানুস থেকে লাগা আগুনে বিদ্যুতের তার পুড়ে গেছে। লালবাগেও অগ্নিকাণ্ডটি ঘটেছে ফানুসের আগুনের কারণে। এছাড়া আদাবরেও বিদ্যুতের তার ফানুস লেগে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তার পুড়ে যাওয়ায় লালবাগ ও আদাবরের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে জানানো হয়েছে, নববর্ষের প্রথম প্রহরে আতঙ্কিত মানুষেরর প্রচুর ফোন তারা পেয়েছেন। পটকার শব্দ থেকে রক্ষার আকুতি জানিয়ে এসব মানুষ ৯৯৯ এ ফোন করেছিলেন।