এসএসসি: বন্যার ধাক্কা সিলেট বোর্ডে

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রমা বিজয় সরকার বলেন, “অনেক বাচ্চার বই-খাতা পানিতে ভেসে গেছে। ওদের আমরা বই দিয়েছি, কিন্তু তারপরও গ্যাপ থেকে গেছে।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 10:42 AM
Updated : 28 Nov 2022, 10:42 AM

দেশের উত্তর-পূর্বাঞ্চলে গত জুন মাসের বন্যার ধাক্কায় এবারের মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে বড় পতন দেখল সিলেট বোর্ড।

এবার নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ দুদিক থেকেই সিলেট বোর্ড সবচেয়ে পিছিয়ে।

এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। 

অথচ গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ, যা সব বোর্ডের মধ্যে দ্বিতীয়।

সিলেট বোর্ডের এবারের ফলাফলে সন্তুষ্ট নন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রমা বিজয় সরকার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বোর্ড। এক মাস বন্যা ছিল, আর রিকভারির জন্য আরও এক মাস লেগে গেছে। দুই মাস পড়ালেখার বাইরে থাকায় প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। 

“অনেক বাচ্চার বই-খাতা পানিতে ভেসে গেছে। ওদের আমরা বই দিয়েছি, কিন্তু তারপরও গ্যাপ থেকে গেছে।” 

ফলাফল কিছুটা খারাপ হওয়ার পেছনে বিজ্ঞান বিভাগে কম শিক্ষার্থী থাকার বিষয়টিও ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। 

“বিজ্ঞান বিভাগে আমাদের শিক্ষার্থী কম ছিল। আর মানবিকে বেশি। মানবিক শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে কিছুটা দুর্বল থাকে। আমরা দেখেছি, মানবিকের কিছু শিক্ষার্থী গণিতে খারাপ করায় আমাদের ফলাফল খারাপ হয়েছে।” 

ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকা বন্যা কবলিত হওয়ায় এ বোর্ডের ফলেও কিছুটা প্রভাব পড়েছে। 

গত বছর পাসের হারে শীর্ষে থাকা ময়মনসিংহ বোর্ড এবার পাসের হারে নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। এ বছর এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী। 

গত জুনের ওই বন্যার সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, কেবল মাধ্যমিক পর্যায়েই ক্ষতিগ্রস্ত হয় ৬ লাখ শিক্ষার্থী। 

বন্যার কারণেই ১৯ জুনের পরীক্ষা পিছিয়ে গিয়ে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়। 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন জিপিএ ৫ পেয়েছে।

গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল রেকর্ড ৯৩ দশমিক ৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

Also Read: বন্যা ঝরাবে কত শিক্ষাজীবন

Also Read: এসএসসি: কতটা প্রস্তুত বানভাসিরা?

Also Read: পরীক্ষার কী হবে, স্কুল খুলবে কবে, উত্তর পাচ্ছে না হাওরের শিক্ষার্থীরা