রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে সাভার এলাকা থেকে মো. শফিকুল ইসলাম রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮) নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গত কিছুদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা হয়।একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ছিনতাই করে আসছে।
এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।পরে সেই শিক্ষকের চোখ বেঁধে মারধর করে তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
এর তদন্ত করতে গিয়ে সাভার থেকে রুবেল ও আফজালকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিল।”
ওই দুইজনের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)