১০ হাজার স্কুলের মাঠের উন্নয়নে প্রকল্প আসছে

শিশুদের জন্য সাজানো হচ্ছে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 04:50 PM
Updated : 1 June 2023, 04:50 PM

আগামী তিন বছরের মধ্যে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, “নির্বাচিত ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়ন প্রকল্প (জুলাই ২০২৩-জুন ২০২৬) গ্রহণ করা হয়েছে।”

নতুন অর্থবছরের জন্য তিনি প্রাথমিক ও গণশিক্ষায় ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। বিদায়ী অর্থবছরে সেখানকার সংশোধিত বাজেটের পরিমাণ ২৭ হাজার ৭০১ কোটি টাকা।

শিক্ষাকে কোমলমতি শিশুদের জন্য ‘আনন্দঘন’ করতে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সাজানোর কাজ চলছে বলে জানান মুস্তফা কামাল।

তিনি বলেছেন, “বিদ্যালয়ে মেয়েদের অবস্থান ও পড়াশোনার সুযোগ বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে মেয়ে শিশু ও শিক্ষিকাদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করা হচ্ছে।

“বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শ্রেণিকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়সমূহে র‍্যাম্প নির্মাণ করছি। মাঠ পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিবন্ধকতা উত্তরণ সহায়ক উপকরণ ক্রয় ও বিতরণের জন্য প্রতিটি উপজেলায় চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।”