মগবাজারে ড্রাম বিস্ফোরণের ঘটনায় মামলা

বিস্ফোরক দ্রব্য আইনে করা এ মামলায় কারও নাম উল্লেখ করেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2023, 08:18 AM
Updated : 25 Jan 2023, 08:18 AM

ঢাকার মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকায় ড্রাম বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রমনা থানার এসআই শাহাদাত হোসেন এ মামলা করেন বলে ওসি আবুল হাসান জানান।

বিস্ফোরক দ্রব্য আইনে করা এ মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওয়্যারলেস গেইট এলাকায় এক মুদি দোকানের সামনে রাখা ড্রাম সরাতে গেলে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে, এতে আহত হন পাঁচজন।

বিস্ফোরণের ঘটনার বর্ণনায় ওসি আবুল হাসান বলেছিলেন, “ওই এলাকায় একটি ওষুধের দোকানের পাশেই মুদি দোকানটির অবস্থান। সেই দোকানের একটি ড্রাম তারা দোকানের সামনের রাস্তায় রেখেছিলেন। হাসিবুর নামে দোকানের এক কর্মচারী ড্রামটি সরাতে গেলে বিস্ফোরণ ঘটে।”

বিস্ফোরিত ড্রামটিতে শক্তিশালী বোমা রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, “সেখানে স্প্লিন্টার ও বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো আইইডি (বোমা) নাশকতার জন্য বাইরে থেকে এনে রাখা হয়েছিল। তবে আহতদের কেউ এই বোমাটি বহন করছিলেন না।”

বিস্ফোরণের পরপর ঘটনাস্থল পরিদর্শক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিস্ফোরণটি অনেক বড় ছিল।

আরও খবর

Also Read: মগবাজারে ড্রাম বিস্ফোরণ: স্প্লিন্টার ও বিস্ফোরকের আলামত পেল পুলিশ

Also Read: মগবাজারে মুদি দোকানে ড্রাম বিস্ফোরণ, আহত ৪