মগবাজারে মুদি দোকানে ড্রাম বিস্ফোরণ, আহত ৪

মুদি দোকানের কর্মচারী ড্রামটি সরাতে গেলে বিস্ফোরণ ঘটে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2023, 07:23 AM
Updated : 24 Jan 2023, 07:23 AM

ঢাকার মগবাজার এলাকায় এক দোকানের সামনে সড়কে রাখা একটি ‘ড্রাম’ বিস্ফোরণে দোকান কর্মচারী, এক প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন। 

রমনা থানার ওসি আবুল হাসান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।

“ওই এলাকায় একটি ওষুধের দোকানের পাশেই মুদি দোকানটির অবস্থান। সেই দোকানের একটি ড্রাম তারা দোকানের সমানে রাস্তায় রেখেছিলেন। হাসিবুর নামে দোকানের এক কর্মচারী ড্রামটি সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে হাসিবুরসহ রাস্তায় থাকা আরো তিন পথচারী আহত হন।“

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারজনই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

তাদের মধ্যে প্রকৌশলী সাইফুল ইসলামের (৩৫) গলায় ও বুকে জখম ছিল। তার বাসা বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে আছেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, “উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়, আমি রাস্তায় পড়ে যাই। আমার শরীর থেকে রক্ত ঝরতে থাকে।“

ওই ড্রামের ভিতরে কী ছিল তা জানতে তদন্ত চলছে বলে জানান ওসি হাসান।