মাঝ হেমন্তে হিম হিম, পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে

একটি লঘুচাপ সৃষ্টির এক সপ্তাহের মাথায় সাগরে আরেকটি লঘুচাপের আভাস রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 04:10 PM
Updated : 14 Nov 2022, 04:10 PM

আবহাওয়ার স্বাভাবিক নিয়মেই মাঝ হেমন্তে তাপমাত্রা কমতে শুরু করেছে; ভোরে ও রাতে কুয়াশা থাকছে কোথাও কোথাও।

প্রকৃতিতে হিম হিম ভাব জানান দিচ্ছে, শীত সমাগত। সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

থার্মোমিটারের পারদ যশোরে ১৪ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছী ও ঈশ্বরদীতে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

Also Read: সাগরে আবার লঘুচাপ

এদিন কক্সবাজারের কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “এখন তো শীতের সময় আসছে। তাপমাত্রা কমছে, ডিসেম্বরে পুরো শীতের তীব্রতা থাকবে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকতে পারে হালকা কুয়াশা। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাঁচ দিন আগেই একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যা এখন গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানালেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, “বৃহস্পতিবারের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ হতে পারে। এটি ঘনীভূত হলেও ভারতের তামিলনাড়ুর দিকে এর প্রভাব পড়বে।”