নিম্নচাপে পরিণত হওয়া হামুন আগামী ২৪ ঘন্টায় ভারতের মিজোরামে প্রবেশ করে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বিলীন হয়ে যাবে।
Published : 25 Oct 2023, 04:46 PM
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি ‘দ্রুত বৃদ্ধি’ পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এই দুই নদীর পানি বাড়লেও তাতে বন্যার কোনো শঙ্কা নেই বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন।
বুধবার তিনি বলেন, “দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের আভাস আছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হলেও সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।“
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন। মূলত কক্সবাজার এলাকায় তাণ্ডব চালিয়ে বৃষ্টি ঝরিয়ে রাত ১টার দিকে স্থল নিম্নচাপে পরিণত হয় ওই ঘূর্ণিবায়ুর চক্র।
প্রকৌশলী রায়হান বলেন, “নিম্নচাপে পরিণত হওয়া হামুন আগামী ২৪ ঘণ্টায় ভারতের মিজোরামে প্রবেশ করে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বিলীন হয়ে যাবে।“
কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বান্দরবনের লামায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কক্সবাজারের টেকনাফে বৃষ্টিপাত হয়েছে ৭৬ মিলিমিটার।