শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে ১৫ এবং বার্ন ইন্সটিটিউট থেকে ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Published : 01 Mar 2024, 07:52 AM
বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে থেকে ২৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টা পর্যন্ত লাশ হস্তান্তরের এই সংখ্যা জানিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ২৩ জনের মরদেহ হস্তান্তরের কথা বলেছিলেন। এর মধ্যে ঢাকা থেকে ১৫টি এবং বার্ন ইন্সটিটিউট থেকে ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল।
পরে আরো তিনজনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে লাগা আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিস ৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের তথ্য দেয়।
এরপর মধ্যরাত থেকে আসতে থাকে মৃত্যুর খবর। সবশেষ রাত ১টা ৫৫ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। এর মধ্যে ১০ জন মারা যান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, ঢাকা মেডিকেলে মারা যান ৩৩ জন। এছাড়া একজন মারা যান পুলিশ হাসপাতালে।
স্বাস্থ্যমন্ত্রী রাতেই চিকিৎসাধীন আরো ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন। তাদের সবারই কণ্ঠনালী পুড়ে গেছে।
যারা মারা গেছেন তাদের সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন মন্ত্রী।
আনন্দ আয়োজনের রাত এক লহমার আগুনে যেন মৃত্যুপুরী
বেইলি রোডে ভবনে আগুন: অন্তত ৪৪ মৃত্যু